নোয়াখালীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী এবং অপরজন অটোরিকশার চালক। তারা হলেন-অটোরিকশার যাত্রী আমিশাপাড়া ইউনিয়নের কেশাপুর গ্রামের মৃত তবারক উল্লার ছেলে মামুনুর রহমান (৪২) ও যশোর জেলার বাসিন্দা জাসিম (৪০) এবং অটোরিকশাচালক পারভেজ (৩৫)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা বাজারের সামনে সোনাইমুড়িগামী দ্রুতগতির একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশাচালক পারভেজ ঘটনাস্থলে মারা যান। অটোরিকশার অর তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।